মেসি-নেইমার ছাড়াই পিএসজিকে জিতালেন এমবাপ্পে-দি মারিয়া



ছিলেন না মেসি নেইমার, কিন্তু ছিলেন এমবাপ্পে-দি মারিয়া। লিগ ম্যাচে ব্রেস্তকে হারাতে পিএসজির জন্য অতটুকুই যথেষ্ট ছিল। গত রাতে ৪-২ গোলে ব্রেস্তকে হারিয়েছে পিএসজি। গোল করেছেন দুই মিডফিল্ডার আন্দের এরেরা ও ইদ্রিসা গেয়ে, আর দুই উইঙ্গার কিলিয়ান এমবাপ্পে ও আনহেল দি মারিয়া।


গতবার লিলের কাছে যে শিরোপা হারিয়েছে, সেটা পুনরুদ্ধার করতে এবার প্রথম থেকেই বেশ সতর্ক পিএসজি, বোঝা যাচ্ছে। মেসি-নেইমার এখনো নামেননি, তাতেই তিন ম্যাচে তিন জয়! মেসি-নেইমার ফিরলে পিএসজির শক্তি কত বাড়বে!


৪-৪-২ ছকে মাঠে নেমেছিল পিএসজি। গোলকিপার কেইলর নাভাসের সামনে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে জার্মান ডিফেন্ডার থিলো কেহরার ও ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে, দুই ফুলব্যাক হিসেবে দলে নতুন আসা রাইটব্যাক আশরাফ হাকিমি ও ফরাসি লেফটব্যাক আবদু দিয়ালো। 


একক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সেনেগালের ইদ্রিসা গেয়ের দুপাশে ইতালিয়ান মার্কো ভেরাত্তি ও স্প্যানিশ এরেরা, আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে নতুন আসা জর্জিনিও ভাইনালডম। দুই স্ট্রাইকার হিসেবে খেলেছেন এমবাপ্পে ও মাউরো ইকার্দি।



২৩ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার এরেরার গোলে এগিয়ে যায় পিএসজি। বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত এক ভলিতে এরেরা পরাস্ত করেন ব্রেস্তের ডাচ্‌ গোলকিপার মার্কো বিজোতকে। ৩৬ মিনিটে দ্বিতীয় গোল এমবাপ্পের সৌজন্যে। বক্সের মধ্যে ভাইনালডমের শট ব্রেস্তের ডিফেন্ডার লিলিয়ান ব্রাসিয়ারের গায়ে লেগে চলে যায় এমবাপ্পের মাথায়। দূর থেকে এমন নিখুঁত হেড বহুদিন দেখেননি ফুটবলপ্রেমীরা!


৪২ মিনিটে ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক ওনোরার কল্যাণে ব্যবধান কমায় ব্রেস্ত। এমবাপ্পের পা থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত এক পাল্টা–আক্রমণ শুরু করে দলটা। আরেক ফরাসি মিডফিল্ডার রোমাঁ ফাভ্রার ব্যাকহিল থেকে বল নিয়ে ডান পায়ের দুর্দান্ত প্লেসিংয়ে পিএসজি গোলকিপার নাভাসকে পরাস্ত করেন ওনোরা।৭৩ মিনিটে সবাইকে চমকে দেন পিএসজির সেনেগালিজ মিডফিল্ডার গেয়ে।


প্রথম দুই গোলে এরেরা আর এমবাপ্পে যদি দর্শকদের তাক লাগিয়ে দেন, গেয়ের অবিশ্বাস্য গোলটা দেখে ফুটবলপ্রেমীদের ভাষাহীন হয়ে যাওয়ার কথা। একেবারে মাঝমাঠ থেকে নিখুঁত নিশানায় ডান পায়ের শটে গোলকিপারকে পরাস্ত করেন গেয়ে। কেউ বুঝতে পারেননি, ওখান থেকে গেয়ে এভাবে শট মারবেন!


এমন অসাধারণ তিন গোলের পরেও ব্রেস্ত আশা হারায়নি। আবারও গোল বানিয়ে দেওয়ার কাজ করলেন ফাভ্রা। মাঝমাঠ থেকে তাঁর কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে ব্যবধান কমান বেনিনের স্ট্রাইকার স্টিভ মুনি। ৩-২!



ম্যাচের তখন আর বাকি পাঁচ মিনিট!কিন্তু পিএসজি–সমর্থকদের শঙ্কায় রাখলেন না দি মারিয়া। ব্রেস্তের দ্বিতীয় গোলের কিছুক্ষণ আগেই এমবাপ্পের জায়গায় মাঠে নামানো হয় দি মারিয়াকে। সেই দি মারিয়াই ৯০ মিনিটে গোল করে দলের পূর্ণ তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত করেন। 


হাকিমির পাস থেকে বাঁ পায়ের অসাধারণ চিপে দলকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন কোপাজয়ী এই আর্জেন্টাইন উইঙ্গার। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে যেভাবে গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন, কাল বক্সের প্রায় একই জায়গা থেকে অনেকটা একই রকম ঢঙে পিএসজির চতুর্থ গোলটি করেছেন দি মারিয়া।


তিন ম্যাচে তিন জয়ের মাধ্যমে পুরো ৯ পয়েন্ট পকেটে পুরে লিগের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অজাঁ ও ক্লেরমঁ ফুত দুটি করে ম্যাচ জিতে পেয়েছে ৬ পয়েন্ট। গোল ব্যবধানে অজাঁ এগিয়ে।


তবে মেসি-নেইমারকে ছাড়া গোল তো পাচ্ছে, এই তিন ম্যাচ শেষে পিএসজির দুশ্চিন্তা হয়ে দেখা দিতে পারে তাদের রক্ষণ। তিন ম্যাচের প্রতিটিতেই গোল খেয়েছে পিএসজি, মোট ১০ গোল করার বিপরীতে গোল খেয়েছে ৫টি। 


দুদিন আগেই ফরাসি কিংবদন্তি স্ট্রাইকার থিয়েরি অঁরি পিএসজিতে মেসি যাওয়ার পর নেইমার-এমবাপ্পে-মেসির ত্রয়ী নিয়ে উচ্ছ্বাস দেখে বলেছিলেন, ‘আপনার দলে অতিমানবীয় খেলোয়াড়েরা থাকলে (গোল করার) কাজটা সহজ হয়ে যায় ঠিকই। কিন্তু প্যারিস (পিএসজি) যেভাবে এগোচ্ছে...আমার হিসাবে ওরা একটু বেশিই গোল খাচ্ছে, যেটা (চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে) বেশি দূর যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। এখানে (রক্ষণ আর আক্রমণের) ভারসাম্যটাই বেশি জরুরি।

0 Comments